হরিরামপুর ইউনিয়নের আওতাধীন মোট ১০১ টি মসজিদ ও ১২টি মন্দির রয়েছে।
কয়েকটি মসজিদের নাম উল্লেখ করা হলঃ-
১। দারুল মাসহাপ দীনিয়া মাদ্রাসা ও এতিমখানা, রোশাদিয়া।
২। মাদ্রাসাই হাফেজিয়া মাদানীয়া, কালিয়ারটেক।
৩। নুরানী মাদ্রাসা, কামারপাড়া।
৪। সামসুদ্দিন মোল্লা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কামারপাড়া।
৫। ভাটুলিয়া মহিলা মাদ্রাসা।
৬। দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী মাদ্রাসা।
৭। রাজাবাড়ী দক্ষিনপাড়া মাদ্রাসা ও ইয়াতিম খানা।
৮। জামিয়া সুবহানিয়া মাদ্রাসা, ধউর।
৯। ফুরকানিয়া মাদ্রাসা, ধউর।
১০। ধউর নূর মদীনা জামে মসজিদ, ধউর।
মোট মন্দিরের সাংখ্যাঃ-
১। ধউর ঘোষ বাড়ী দূর্গা মন্দির, ধউর।
২। ধউর মধ্যপাড়া দূর্গা মন্দির, ধউর।
৩। ধউর পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, ধউর।
৪। ধউর ঋষি পাড়া দূর্গা মন্দির, ধউর।
৫। ধউর উত্তম বিশ্বাসের বাড়ী দূর্গা মন্দির, ধউর।
৬। আশুতিয়া সার্বজনীন দূর্গা মন্দির, ধউর।
৭। ডিয়াবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, ডিয়াবাড়ী।
৮। তাফালিয়া সার্বজনীন দূর্গা মন্দির, তাফালিয়া।
৯। চান্দুরা সার্বজনীন দূর্গা মন্দির, চান্দুরা।
১০। মান্দুরা সার্বজনীন দূর্গা মন্দির, মান্দুরা।
১১। ষোলহাটি দূর্গা মন্দির, ষোলহাটি।
১২। রানাভোলা কৃষ্ণ মন্দির, রানাভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস