তুরাগ নদীর তীরে ঢাকা মহানগরীর উত্তর-পশ্চিম সিমান্তে তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা-তে হরিরামপুর ইউনিয়ন অবস্থিত। ৩৩টি গ্রাম এবং উত্তরা মডেল টাউনের ১১নং থেকে ১৪ নং সেক্টর এবং প্রক্রিয়াধীন রাজউক ৩য় প্রকল্প এই ইউনিয়নের আওতাধীন এলাকা।
ক) নাম : হরিরামপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন : ১০.৮৮ বর্গমাইল।
গ) জনসংখ্যা : ২,৭০,০০০জন(প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা : ৩৩ টি।
ঙ) মৌজার সংখ্যা : ১৩টি।
চ) হাট/বাজার সংখ্যা : ০৮ টি।
ছ) যোগাযোগ মাধ্যম : বাস/সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার : ৬৩%।
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ০৪ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় : ৩৭ টি,
উচ্চ বিদ্যালয় : ২০ টি,
মাদ্রাসা : ১২ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : জনাব আলহাজ্ব মোঃ আবুল হাসিম।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান : ০১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান : ০১ টি।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল : ১৯৮৮ ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ : ৩১/০৭/২০১১ ইং।
২) প্রথম সভার তারিখ : ০১/০৮/২০১১ইং।
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ : ০২/০৮/২০১৬ ইং।
ঢ) গ্রাম সমূহের নাম :
খায়েরটেক রোশাদিয়া খায়েটেক
কামারপাড়া রাজাবাড়ী ভাটুলিয়া
নয়ানীচালা ধউর আশুতিয়া
পুরানকালিয়া ধরঙ্গারটেক নলভোগ
নয়ানগর শুক্রভাঙ্গা শেকদিরটেক
ডিয়াবাড়ী নিমতলীরটেক চন্ডালভোগ
তারারটেক রানাভোলা ফুলবাড়ীয়া
বামনারটেক আহালিয়া দলিপাড়া
বাইলজুরী পাকুরিয়া বাউনিয়া
বাদালদি উলুদাহা তাফালিয়া
ষোলহাটি চান্দুরা মান্দুরা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য : ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব : ১জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ : ৭জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস